এই কার্যালয় থেকে মা-শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়ে থাকে।
এই কার্যালয়ের অধিন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ সহকারীগন বাড়ী পরিদর্শন ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা সোব প্রদান করে থাকেন। তাছাড়া নব-বিবাহিত দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি সমন্ধে সচেতনতা বৃদ্ধিসহ অন্যান্য দম্পতিদের স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি সম্পর্কে উদুদ্ধ করে থাকেন এবং গর্ভবতী মায়েদের তালিকা প্রনয়ন পূর্বক পরামর্শ প্রদান করেন এবং প্রয়োজনে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন করে থাকেন। তাছাড়া কিশোর/কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সহ শিশুদের টিকা প্রদান কার্যক্রমের সহযোগিতা করে থাকেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা ও উপঃ সহঃ কমিউনিটি মেডিক্যাল অফিসারগণ ইউনিয়ন পর্যায়ে ইউনিযন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং সাধারন সেবা প্রদান করে থাকেন।প্রয়োজনে জটিল রোগীদের উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন করে থাকেন। ইউনিয়ন ভিত্তিক নিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক মাঠ কর্মী তথা পরিবার কল্যাণ সহকারীদের কাজ তদারকি করে থাকেন এবং মাসিক প্রতিবেদন প্রনয়ণ পূর্বক উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রেরন করে থাকেন। সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা(এমসিএইচ), মেডিক্যাল অফিসার(এমসিএইচ-এফপি) এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাঠ কাজ তদারকি করে থাকেন। প্রতি মাসে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে মাঠ কর্মীদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত সভায় ইউনিয়ন ভিত্তিক কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রতি সপ্তাহে দুইটি স্থায়ী ক্যাম্পের মাধ্যমে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি সম্পাদন করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস